সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী সাহা পাড়া মহল্লায় তাঁত কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মহল্লার উত্তম সাহার কাপড় তৈরীর ওই কারখানার শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে ব্যর্থ হয় এবং ৯৯৯ এ ফোন করলে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গদি কাপড় ও অনেক তাঁত মেশিন পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের কারণ জানা না গেলেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এতে উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক দাবী করেছেন।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি আনিছুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।